চোখের নিচে কালো দাগ পরা, এই সমস্যা নারী-পুরুষের উভয়েরই হয়ে থাকে। বিভিন্ন কারনে চোখে কালো দাগ পরতে পারে। যেমনঃ দুশ্চিন্তা, মানষিক চাপ, ঘুম কম হওয়া, অতিরিক্ত মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকা, বেশি রোদে ঘুরাঘুরি করা, বয়স বাড়ার সাথে সাথে ইত্যাদি। দুশ্চিন্তার বিষয় হলো এই কালো দাগ দূর করার জন্য আপনি খুব কম মেডিসিন পাবেন। আর বাজারে যেগুলু ভেসজ বলে বিক্রি করা হয় তা আসলে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় থাকে। এগুলু ব্যবহারে হয়তো সাময়িক ভাবে কালো দাগ দূর হয় কিন্তু স্থায়ীভাবে যে ক্ষতি হয় তা অপূরনীয়। আবার স্কিন ক্যান্সারেরও ঝুকি থাকে। তাহলে কিভাবে চোখের নিচের কালো দাগ দূর করবেন?
আজকে আপনাদের সাথে কালো দাগ দূর করার কিছু ভেসজ, ঘরোয়া এবং নিরাপদ উপায় শেয়ার করবো৷ এগুলু বাসায় নিজে বানিয়ে ব্যবহার করবেন।
১) কমলা খোসার পেষ্টঃ চোখের পরা কালো দাগ দূর করতে কমলার খোসা ব্যবহার করুন। প্রথমেই প্রয়োজন অনুযায়ী কিছু কমলাত খোসা নিন। এবার এগুলুকে রোদে ভাল করে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর খোসা গুলুকে গুড়ো করে পাউডার করে নিন। এবার তার সাথে গোলাপজল মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার গোসলের আগে অথবা রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করে ১মাস ব্যবহার করুন।
২) বাদাম তেলঃ বাদামে প্রচুর পরিমান ভিটামিন-ই বিদ্যমান। তবে বাদামের তেল বাজারে খুব কম পাবেন। প্রসাধিনীর দোকানে কিনতে পাবেন তবে আসল-নকল দেখে নিবেন। তা না হলে হিতে বিপরীত হতে পারে। রাতে ঘুমানোর আগে কালো জায়গায় বাদামের তেল দিয়ে ঘুমান। এভাবে এক থেকে দেড় মাস ব্যবহার করুন। চোখের কালো দাগ দূর হয়ে যাব।
৩) খাটি দুধঃ চোখের কালো দাত দূর করার জন্য দুধ খুবই কার্যকরী। পরিমান মত দুধ প্রথমেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। পর্যাপ্ত ঠান্ডা হলে টিস্যু পেপার বা নরম কাপড় দুধে ভিজিনে নিন। এবার দাগের উপর লাগাতে আসতে আসতে ঘষে মেসেজ করুন। এভাবে ১০-১৫ মিনিট মেসেজ করুন এবং হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪) আলুঃ প্রথমেই প্রয়োজন অনুযায়ী কিছু কাচা টাটকা আলু নিন। এবার আলু থেকে রস বের করুন। আলুর রস টিস্যু বা পাতলা কাপড় দিয়ে দাগের উপর লাগাতে থাকুন।
৫) টমেটোর রসঃ পরিমান মত টমেটো নিয়ে এর থেকে রস সংগ্রহ করুন। এবার ছোট এক বাটি টমেটো রসে এক চামচ পরিমান লেবুর নিয়ে ভাল করে মিশিয়ে নিন।রাতে ঘুমানতে যাওয়ার আগে চোখের নিচে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রাখুন তারপর পরিস্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৬) তরমুজের রসঃ ভাল পাকা তরমুজের রস চোখের কালো দাগ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। তরমুজে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-এ, ভিটামিন-বি-১ এবং বি-৬, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়া। তরমুজে থাকা ভিটামিন বি-৬ চোখের কাল দাগ দূর করে।
প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই চোখের নিচে কালো দাগ পরার আগে নিজে সতর্ক হোন। এমন কোন কাজ করা করা যাবে না যা করলে চোখের কালো দাগ পরে। বেশি বেশি ভিটামিন যুক্ত খাবার খান। শাক-সবজি, ফল-মূল খান।
⚠️সতর্কতাঃ টিভি বা সোস্যাল মিডিয়ার চমকদার বিজ্ঞাপন দেখে কখনই প্রসাধনী সামগ্রী ক্রয় করা উচিৎ না। কারন বেশিরভাগ প্রসাধনী তৈরি করা হয় ক্ষতিকারন ক্যামিকেল দিয়ে। তাই ত্বকের কোন সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন