অজুর কয়টি ফরজ ও কয়টি সুন্নত?

নামাজ পড়া যেমন ফরজ ঠিক তেমনি নামাজের আগে অজু করা ফরজ। অজুর কোন ফরজ আদায় না হলে অজু হবে না এবং নামাজও হবে না। তাই নামাজ পড়ার আগে সঠিক নিয়ম মেনে অজু করতে হবে।



আজকে আমরা অজু করার নিয়ম শিখবো।

প্রথমেই বিসমিল্লাহ বলে অজু শুরু করত্র হবে। দুই হাতের কব্জি পর্যন্ত তিনবার ধুতে হবে। তারপর তিনবার কুলি করতে হবে এবং হাতের আঙুল দিয়ে মেসওয়াক করতে হবে। এরপর তিনবার নাকে পানি দিতে হবে। বাম হাতের আঙুল দিয়ে নাক পরিষ্কার করতে হবে। সমস্থ মুখমন্ডল তিনবার ধুয়ে নিতে হবে। এরপর দুই হাতের কনুই পর্যন্ত তিনবার করে ধৌত করত্র হবে। এরপর সমস্থ মাথা একবার মাসেহ করতে হবে। এরপর দুই হাতের পিঠ দিয়ে ঘাড় মাসেহ করতে হবে। সবার শেষে দুই পায়ের টকনু পর্যন্ত তিনবার ধুয়ে নিতে হবে। 


এবার আসুন জেনে নেয়া যাক অজুর চারটি ফরজ যা অবশ্যই পালন করতে হবেঃ

১) সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া। 

২) কনুই সহ দুই হাত একবার ধোয়া।

৩) মাথার চার ভাগের একভাগ মাসেহ করা।

৪) টাকনু সহ দুই পা একবার করে ধোয়া।


এবার অজুর ১০টি সুন্নত জেনে নেয়া যাকঃ

১) বিসমিল্লাহ বলে অজু শুরু করা।

২) কব্জিসহ দুইহাত তিনবার ধোয়া। 

৩) কুলি করা।

৪) নাকে পানি দেয়া।

৫) মেছওয়াক করা।

৬) সমস্ত মাথা একবার মাসেহ করা।

৭) মুখ, হাত, দুই পা তিনবার করে ধোয়া।

৮) কান মাসেহ করা।

৯) হাতের আঙুল মাসেহ করা।

১০) পায়ের আঙুল খেলান করা।

জানা জুরুরী যে, যদি অজুর ৪টি ফরজের কোন একটা বাদ পরে তাহলে অজু হবে না। তবে সুন্নত বাদ পরলে অজু হবে কিন্তু সুন্নতের ছওয়াব থেকে বঞ্চিত হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন