পৃথিবীতে সভ্য হিসেবে মানুষ জাতিকে ধরা হয়। কিন্তু এই জাতিতেই যত বিশৃঙ্খলা, হিংসা, বিবেদ, হানাহানি, মারামারি। অথচ জঙ্গলে থাকা পশু পাখিরা কত শৃঙ্খল। তাই আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। এমনভাবে নিজেকে পরিবর্তন করতে হবে যাতে করে আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। আসুন দেখি কিভাবে নিজেকে পরিবর্তন করবেন।
নিজেকে পরিবর্তন করার অনেক উপায় আছে।
১) প্রথমেই আপনাকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। আপনার ইচ্ছে শক্তিকে চেষ্টার রুপান্তর করবেন যে আপনি পরিবর্তন হবেন। তাই আগে প্রতিজ্ঞাবদ্ধ হোন যে নিজেকে পরিবর্তন করবেন।
২) মিথ্যে কথা বলা যাবেন না। আমাদের মধ্যে এখন এটা কালচার হয়ে গেছে। কারনে অকারনে আমরা অহেতুক মিথ্যা কথা বলি। মিথ্যে আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে মিথ্যে বলা গুনাহ এবং ভুল বলেই মনে হয় না। আবার অনেকে বলে, "যে মিথ্যে মানুষের কোন ক্ষতি করে না সেই মিথ্যে বলা যায়"। না, কোন প্রকার মিথ্যে বলা যাবে না।
৩) ছোট বেলায় একটা বাগধারা পরেছেন নিশ্চই, "উপকারীর উপকার যে স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ"। নিজেকে পরিবর্তন করতে হলে হলে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। সব সময় ছোট বড় উপকারে উপকার কারীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে।
৪) মানুষ হিসেবে আমাদের ভুল হবে, ভুল করবো এটাই স্বাভাবিক। একখনও আমাদের কাজে ভুল হবে, কখন সিদ্ধান্ত নিতে ভুল হবে। আবার কখনও কারো সাথে কথায় বা কাজে ভুল করবো। আমরা এখন যে জিনিসটা করি না সেটা হচ্ছে নিজের ভুও স্বীকার করা। অর্থাৎ ভুল করেও ভুলকে সঠিক বলে চালিয়ে দিয়ে নিজেকে সবার শীর্ষে রাখতে চাই। এই মানষিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভুল হলে স্বীকার করতে হবে এবং সংসোধন করতে হবে।
৫) " বড় যদি হতে চাও ছোট হও তবে"। নিজের কথা বা কাজের চেয়ে অন্যের সঠিক কথা-কাজকে মূল্যায়ন করতে হবে। আমি যা করেছি এটাই সেরা, যা বলেছি তাই সঠিক, এমন করলে আপনি অন্যের কাছে ছোটই হবেন। কখনও বড় হতে পারবেন না। তাই আশে পাশের সবার কথা-কাজ মূল্যায়ন করুন।
৬) ধর্মের রীতিনীতি মেনে চলতে হবে। নামায আদায় করতে হবে। ইসলামের সকল ফরজ সুন্নাহ আদায় করতে হবে। দৈনিক ৫ ওয়াক্ত নামা আদায় করতে হবে। ইবাদত করতে হবে। সঠিক ও পূর্ণ ইবাদত করলে কলব প্রসারিত হবে। অন্তরচক্ষু আলোকিত রাস্তা প্রদর্শন করবে।
৭) পর-উপকারী হতে হবে, বড়দের সম্মান ছোটদের স্নেহ করত্র হবে। পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। সমাজ ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং মেনে চলতে হবে। সময়ের মূল্য দিতে হবে। অযথা সময় নষ্ট করা যাবে না। মিতব্যয়ী হতে হবে।
এখানে মাত্র কয়েকটা মৌলিক বিষয় ব্যাখ্যা করা হয়েছে। একজন মানুষ নিজেকে পরিবর্তন করতে হলে কি কি করা দরকার সেটা তার চেয়ে বেশি কেউ জানবে না। তাই আপনার ভেতরে কোন কোন দিক পরিবর্তন করতে হবে তা আপনাকে খুজে বের করত্র হবে। আসুন নিজে পাল্টাই। পরিবার, সমাজ ও দেশ পালটে দেই।
একটি মন্তব্য পোস্ট করুন