টমেটো দিয়ে ফেসিয়াল করুন | ত্বকের দাগ দূর করুন

পার্লারে গিয়ে হাজার টাকা খরচ করে ফেসিয়াল করে আসেন। কিন্তু সেট কতক্ষন চেহারায় থাকে? একটু বাইরে বের হলে রোদ, ঘাম, ধুলো-বালিতে চেহারা আগের অবস্থায় চলে যায়। মানে হাজার টাকার ফেসিয়াল কয়েক মিনিটেই ঘাম, ধুলোর নিচে চাপা পরে যায়। তাই কোন অনুষ্ঠানে যাওয়ার আগে টাকা খরচ করে ফেসিয়াল না করে নিজে নিজে বাসায় ফেসিয়াল করুন খুব সহজে। আজকে আপনাদের শেখাবো টমেটো দিয়ে কিভাবে ফেসিয়াল করে ত্বকের দাগ ময়লা দূর করবেন এবং নিজেকে আকর্ষণীয় করে তুলবে।



এই ফেসিয়াল আপনাকে ২টা ধাপে করতে হবে।

১ম ধাপঃ

প্রথম ধাপে আপনাকে পাকা-তাজা দেখে একটা টমেটো নিতে হবে। এবার এটাকে মাঝ বরাবর দুই টুকুরো করে নিন। কাটা টমেটোতে চিনি লাগিয়ে নিন। চিনি লাগানোর পর ভালভাবে পুরু মুখে স্ক্রাব করুন। কমপক্ষে ৫ মিনিট স্ক্রাব করুন। ভালভাবে স্ক্রাব করার ফলে মুখে লেগে থাকা ধুলি-বালি দূর হবে , তৈলাক্তভাব দূর হবে এবং লোমকূপ পরিস্কার হয়ে যাবে। স্ক্রাব করা হয়ে গেলে ঠান্ডা পরিস্কার পানি দিয়স মুখ ধুয়ে ফেলুন এবং টিস্যু বা সুতি কাপড় দিয়ে আলতো করে মুখ মুছে ফেলুন।

আরও পড়ুনঃ ত্বকের দাগ দূর করতে এলোভেরা ব্যবহার করুন

২য় ধাপঃ

২য় ধাপে কয়েকটা টমেটো ছোট ছোট করে কেটে ব্লেন্ডারের সাহায্যে ভালভাবে ব্লেন্ড করে নিন। এবার একটা ছোট বাটিতে বেসন নিন। বেসনে পরিমান মত ব্লেন্ড করা টমেটো জুস নিয়ে ভালবাসে মিশিয়ে নিন। লক্ষ রাখেন বেসন-টমেটো জুসের পেষ্ট যাতে বেশি পাতলা না হয়ে গাঢ় হয়। মিশ্রনটিকে ভালভাবে মিশিয়ে নিন। পেষ্ট তৈরি হয়ে গেলে মুখে লাগিয়ে নিন। মুখে লাগিয়ে ২০ মিনিয় অপেক্ষা করুন। ২০ মিনিট ফ্যানের পাশে বসে থাকুন৷ যদি আপনার চোখের নিচে কালো দাগ পরে থাকে তাহলে চোখে ২ টুকরো শশা দিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার সময় কোন ধরমের সাবান বা ফেসওয়াস ব্যবহার করবেন না। তবে ধোয়ার পর ক্রিম ব্যবহার করতে পারবেন।

তাই আজ থেকে যেকোন অনুষ্ঠানে অংশগ্রহন করার মাত্র ৩০ মিনিট আগে এই ফেসিয়ালটি ব্যবহার করে নিজেকে করে তুলতে পারবেন লাবন্যময়ী। এছাড়া ত্বকের দাগ দূর করা ও ত্বক ফর্সা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন