গ্রাম অঞ্চলে বাংলায় একটা প্রবাদ "বাতাসে চুল পাকা"। সত্যি সত্যি কি বাতাসে চুল পাকে? অল্প বয়সে চুল বাতাসে সাদা হয় কিনা তা আপনার জানা দরকার নেই। কারন কম বয়সে চুল পেকে যাওয়ার অনেক কারন রয়েছেন। ছোট বয়সে চুল সাদা হলে বা পাকা শুরু করলে বিব্রতকর অবস্থায় পরতে হয়। পরিবার, সমাজ, বন্ধু-বান্ধবের সামনে যেতে লজ্জাবোধ হয়।
আরও পড়ুনঃ টমেটো দিয়ে ফেসিয়াল করে ত্বকের দাগ দূর করুন
এর জন্য অনেকে চুল কালার করে বা কালো করে। বাজারে বিভিন্ন কোম্পানির চুল কালো করার পেষ্ট পাওয়া যায়। এগুলু ব্যবহারে সাময়িক চুল কালো হলেও ১৫-৩০ দিনের মধ্যে সাদা চুল তার আগের অবস্থায় ফিরে আসে। তাছাড়া বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি এসব কাল করার রঙ ক্ষতিকারক। এসব জিনিস স্থায়ীভার চুল পরে যাওয়া, চুলের গোড়া নরম করে ফেলা, মাথায় চলকানী বা চর্ম জাতীয় রোগ সৃষ্টি করতে পারে।
তাহলে যাদের অল্প বয়সে চুল পাকা ধরেছে তাদের চুল কালো করার উপায় কি? উপায় হলো প্রাকৃতিকভাবে চুল কালো করা। ঘরে বসেই আপনি আপনার সাদা চুল কালো করতে পারবেন।
নিচের পদ্ধতি অবলম্বন করে আপনি সাদা চুল স্থায়ীভাবে কালো করতে পারেন।
প্রথমে একটা পাত্রে এক কাপ পরিমান আলুর খোসা নিন। এবার এতে ২কাপ পরিমান মানি দিন। এবার আলুর খোসা ২কা পানি দ্বারা ২০-৩০ মিনিট সেদ্ধ করে নিন।
ফোটানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ভালভাবে ছেকে নিন। এবার প্রতিদিন গোসলের সময় আপনার শ্যাম্পুর সাথে সেদ্ধ করা পানি মিশিয়ে নিন। মেশানো পানি ও শ্যাম্পু দিয়ে ভাল করর চুল ধুয়ে নিন। এভাবে ১৫-২০ দিন ব্যবহার করুন। আপনার পাকা চুলের সমস্যা সমধান হয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন