বিশ্বকাপে কাতার সরকারের কঠোর আইনি নিশেধাজ্ঞা

Football World Cup: ইউরোপ আমেরিকার তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলুর আইন-কানুন সম্পূর্ন আলাদা। মধ্যপ্রাচের দেশগুলু চলে ইসলামি শরীয়াহ আইনে। এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজক যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ কাতার তাই তারা দর্শকদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছে। ইউরোপ-আমেরিকার দর্শকদের মানতে হবে কঠোর আইন। না মানলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছে কাতার সরকার। খেলা দেখতে আসা বিদেশী দর্শকদের আগে থেকেই দেশের আইন সম্পর্কে অবগত করছেন।
Qatar football worlcup 2022

উন্মুক্ত স্থানে নারী ও পুরুষের অবাধ মেলামেশায় কঠোর কাতার সরকার। প্রিয়জনকে নিয়ে খোলা জায়গায় অন্তরঙ্গ মুহূর্ত কাটানো যাবে না। এই আইন না মানলে হতে পারে ৭ বছরের জেল। শুধু তাই নয় সমকামীদের কাতারে প্রবেশের প্রতি নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পার্টি করা। যা কাতারে একবারেই আইন বহির্ভূত। মাদকদ্রব্য বহন ও সেবন কাতারে মারাত্মক অপরাধ। মাদক দিয়ে ধরা পরলে হতে পারে আর্থিক জরিমানা থেকে মৃত্যুদন্ড পর্যন্ত। এছাড়াও খেলা চলাকালীন সময়ে খেলোয়ার সহ বিশ্বাকাপ আয়োজকদের নিয়ে ট্রল করা থেকে বিরত থাকতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাই বলাই যেতে পারে বিশ্ব এবার দেখবে দেখবে এক অন্যরকম ফুটবল। ইউরোপ নোংরামী আইন থেকে এবার পরিশুদ্ধ এক বিশ্বকাপ দেখা যাবে কাতারে।

Post a Comment

নবীনতর পূর্বতন