মেয়ে পটানোর সহজ কৌশল

How to Attract Girl

নারী এবং পুরুষ একে অপরের উপরের পরিপূরক। এটা প্রকৃতির নিয়ম। আল্লাহ পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ তৈরি করেছেন। কেউ ফর্সা, কেউ শ্যাম বর্ন আবার কেউ অনেক কালো। আর তাই সবার পছন্দ অপছন্দও আলাদা আলাদা। মেয়ে হিসেবে ছেলেরা যেমন এক এক ধরনের মেয়ে পছন্দ করে ঠিক তেমনই মেয়েদেরও পছন্দের ভিন্নতা রয়েছে। তবে ছেলেদের এমন কিছু সাধারণ বিষয় থাকে যেগুলু সব মেয়েরাই পছন্দ করে। আর এগুলু আপনার মধ্যে থাকলে যেকোন মেয়ের কাছে একজন আকর্ষনীয় পুরুষ হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। বিশেষ করে কোন মেয়েকে যদি আপনি পছন্দ করে থাকেন কিন্তু বলতে পারছেন না তাহলে আপনার কিছু ব্যবহার দিয়ে তার মুখ থেকে প্রেম নিবেদন আশা করতে পারেন।

How to offer any girl


আসুন দেখে যাক কোন কোন বিষয় গুলু আপনার মধ্যে থাকলে যেকোন মেয়েকে খুব সহজে পটাতে পারবেন।

১) মেয়েরা সুঠাম দেহের অধিকারী ছেলে খুব পছন্দ করে। খুব বেশি মোট আবার খুব চিকনও না।

২) সেভ করা ছেলেদের চেয়ে দাড়ি গোফ রাখা ছেলেরা মেয়েদের কাছে অনেক বেশি পছন্দনীয়। তবে দাড়ি গোফ পরিপাটি করে রাখতে হবে।

৩) যেসব ছেলেরা গুছিয়ে কথা বলে এবং যেকোন বিষয়বস্তু সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেসব ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়।

৪) যেসব ছেলে তাৎক্ষনিক সঠিক সিদ্ধান্ত গ্রহনে পারদর্শী তাদের প্রতি মেয়েদের আকর্ষন বেশি।

৫) একটা মেয়ে তার সাথে চলা ছেলে প্রতি অনেক বেশি নির্ভরশীল। অর্থাৎ যাদের উপরে ভরসা করা যায় তাদের সাথে গভীর সম্পর্কে জড়ায়।

৬) মেয়েরা মেয়ে বান্ধবীর চেয়ে ছেলে বন্ধুর কাছে নিজেদের কষ্ট শেয়ার করতে বেশি ভরসা পায়। কারন তাদের বিশ্বাস ছেলেরা মেয়েদের কষ্ট উপলব্ধি করতে পারে।

৭) আপনি যদি কোন মেয়ের বিপদের তাকে সাহায্য করেন তাহলে সে উপকারের কথা মেয়েটি কোন দিনও ভুলবে না।

৮) মেয়েরা তাদের বন্ধু, প্রেমীক বা জীবনসঙ্গীকে নিয়ে গর্ব করতে ভালবাসে।

৯) যখন কোন সাজগোজ করে তখন কোন ছেলে তার প্রশংসা করলে অনেক বেশি খুশি হয়।

১০) মেয়েরা শিশু বাচ্চা অনেক পছন্দ করে। আপনাকেও তাদের পছন্দের সাথে তাল মিলিয়ে যেতে হবে।


এসব বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে যেকোন মেয়ে আপনার প্রতি দূর্বল ও আকৃষ্ট হতে বাধ্য হবে। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মেয়ে আপনার ব্যবহার, কথা-বার্তা, চলাফেরা ও আচার আচরনে আপনাকে প্রেম নিবেদন করতে বাধ্য হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন