হস্তমৈথুন করলে কি হয় এখনই জেনে নিন

Masturbation বা হস্তমৈথুন এটা নিয়ে প্রায় সব পুরুষের মনে অনেক প্রশ্ন থাকে। হস্তমৈথুন করা করা স্বাস্থের জন্য কতটুকু ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা? হস্তমৈথুনের ফলে পুরুষ শারীরিক ভাবে দূর্বল হয়ে যায় কি না, হস্তমৈথুন করলে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় কি না বা বাকা হয়ে যায় কি না? ভবিষ্যতে স্ত্রী মিলনের সময় যৌন সমস্যার বা দ্রুত বীর্যপাত হয় কি না ইত্যাদি। এসব নিয়ে প্রশ্নতো অনেক কিন্তু সঠিক উত্তর বা সমাধান খুব কম পুরুষের জানা। আজকে আলোচনা করবো একজন পুরুষের জন্য হস্তমৈথুন আসলেই ক্ষতিকর কিনা।

What is Musterbation

"প্রথনেই বলে রাখি, হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে এক জঘন্যতম পাপ। তাই আমরা এসব পাপ থেকে দূরে থাকার চেষ্টা করবো।"

প্রায় সব ছেলেদের একটা ধারনা রয়েছে Masturbation বা হস্তমৈথুন করলে শারীরিকভাবে দূর্বল হয়ে যায় বা বিবাহিত জীবনের যৌন সমস্যায় ভুগতে হয়। এই ধারনা কতটুকু যুক্তিযুক্ত? আমরা প্রতিদিন যে খাবার গ্রহন করি যেই খাবার থেকে প্রতিদিন Semen বা বীর্য তৈরি হয়। যখন কোন পুরুষ Masturbation করে তখন Semen বের হয়ে আসে। আবার পরবর্তীতে খাবার গ্রহন করলে নতুন Semen বা বীর্য পূরণ হয়ে যায়। যেহেতু Masturbation এর ফলে বের হয়ে যাওয়া Semen আবার পূর্ণ হয়ে যায় তাই হস্তমৈথুন করলে শারীরিক ভাবে ক্ষতি হয় না বা ভবিষ্যৎ যৌন জীবনে এর কোন প্রভাব পরবে না। হস্তমৈথুন না করলে স্বাপ্নদোষের মাধ্যমে বীর্য বের হয়ে যাবে।

সুতরাং হস্তমৈথুন করলে শারীর দূর্বল বয়ে যায়, পুরুষাঙ্গ ছোট বা বাকা হয়ে যায়, ভবিষ্যৎ বিবাহিত জীবিনের যৌন সমস্যায় পরবে এ ধারনাটি একেবারেই ভুল।

বি.দ্রঃ এই পোষ্টের মাধ্যমে কাওকে হস্তমৈথুন করতে উৎসাহিত করা হয়নি বা হচ্ছে না।


তথ্য সংগ্রহঃ

ডা. এ. এম. ফরিদুজ্জামান (এমবিবিএস)

এমডি (বিএসএমএমইউ)


Post a Comment

নবীনতর পূর্বতন