কয়েকদিন পরপরই ক্রিকেট মাঠে নতুন নতুন নিয়ম চালু করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ICC। তবে এবার ক্রিকেট মাঠে যতগুলু পরিবর্তন একসাথে দেখা যাবে তা হয়তো ক্রিকেট ভক্তরা আগে কখনই দেখেনি। ক্রিকেটের আইন কানুন নিয়ে কাজ করা Marylebone Cricket Club (MCC) মার্চে এসব পরিবর্তন প্রকাশ করেন যা কার্যকর করা হবে ১লা অক্টোবর থেকে। তবে টি-২০-তে ইতমধ্যে কিছু নিয়ম মাঠে গড়িয়েছে। চলুন দেখা যাক সেই ৯টি নতুন নিয়ম
১) ব্যাটসম্যানদের টাইম আউট কমিয়ে আনা হয়েছে। এখন আরও বেশি সতর্ক হিতে হবে ব্যাটারদের। পূর্বে কোন ব্যাটসম্যান আউট হলে টেষ্ট ও ওয়ানডে ম্যাচে পরবর্তী ব্যাটারের জন্য মাঠে নামার সময় ছিলো ৩ মিনিট। যা কমিয়ে ২মিনিটে আনা হয়েছে। টি-২০ তে ৯০ সেকেন্ডে পরবর্তী ব্যাটশম্যানকে মাঠে থাকতে হবে।
২) চলতি বছরের জানুয়ারি থেকে স্লো অভারের নতুন নিয়ম এনেছিলো ICC। এর আগে আর্থিক জরিমানা থাকলেও ন্তুন নিয়ম অনুযায়ী বোলাদল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে না পারে তবে বাকি সময়ে ৩০ গজের ভিতর ১জন বেশি ফিল্ডার নিয়ে ম্যাচ শেষ কর্যে হতো। টি-২০ তে কার্যকর করা এই নিয়ম এবার কার্যকর করা হবে ওয়ানডে ম্যাচেও। ২০২৩ বিশ্বকাপের সুপারলীগ পর্ব শেষ হলেই কার্যকর করা হবে ওয়ানডে-তেও।
৩) নতুন নিয়মে রান-আউটে আনা হয়েছে পরিবর্তন। এতোদিন বোলার বল করার সময় স্ট্রাইকার ব্যাটার ডাউন-দ্যা-উইকেটে খেলতে আসলে বোলার বল ছুড়ে রান আউট করতে পারতো। নতুন নিয়ম এটা তুলে দিয়েছে ICC।
৪) এখন থেকে ফিল্ডিংয়ের ভুলে অতিরিক্ত সুবিধা পাবে ব্যাটিং দল। বল করার সময় যদি কোন ফিল্ডার জায়গা পরিবর্তন করে অথবা ইচ্ছেকৃত ভাবে নড়াচড়া করে তবে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসেবে দেয়া হবে এবং বলটি ডেড বল হিসেবে ধরা হবে।
৫) পূর্বে একজন ব্যাটার ইচ্ছে করলেই পিচের বাইরে দাঁড়িয়ে ব্যাট করতে পারতো। তবে নতুন নিয়মের কারনে তা আর করতে পাবে না। এখন থেকে ব্যাটারকে পিচের ভেতরে থেকেই ব্যাট করতে হবে। ব্যাট করার সময় ব্যাটারের ব্যাট এবং শরীর পিচের ভেতরেই থাকতে হবে অন্যথায় এটি ডেডবল হিসেবে গণ্য হবে। অপরদিকে বোলারের কোন ডেলিভারি ব্যাটারকে যদি পিচের বাইরে নিয়ে যায় তাহলে সেটি নো-বল হিসেবে গণ্য করা হবে।
৬) ক্রিকেট মাঠে মানকাটিং আউট নিয়ে এতোদিন বেশ বিতর্ক ও উত্তেজনা ছিলো। অবশেষে এর অবসান করতে যাচ্ছে ICC। এবার এই মানকাটিং আউট পুরুপুরি বৈধ করতে যাচ্ছে ICC। বলার বল ডেলিভারি করার আগে নন-স্ট্রাইকার ব্যাটার যদি পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন তাহলে বলার স্টাম্পে বল লাগিয়ে তাকে আউট করতে পারবে এবং এটি রান-আউট বলে গণ্য করা হবে।
৭) হাইব্রিড পিচ, এখন পর্যন্ত শুধু মাত্র মেয়েরাই হাইব্রিট পিচে টি-২০ খেলতো। তবে এখন থেকে পুরুষদের ক্রিকেটেও হাইব্রিট পিচে খেলা অনুমতি দিলো ICC। কৃত্রিমভাবে তৈরি করা এই পিচে এখন থেকে পুরুষরাও টি-২০ এবং ওয়ানডে খেলতে পারবে।
৮) বোলার বলে ভাল গ্রিপ পাওয়ার জন্য এবং বলে সুইং পাওয়ার লালা লাগান প্রতি কোন বিধি নিষেধ ছিলো না। তবে এখন থেকে বলে লালা লাগানো সম্পূর্ণ নিষেধ করে দিলো ICC।
৯) ক্যাচ আউটেত কিছু নিয়মও কার্যকর হতে যাচ্ছে আগামী মাস থেকে।
এসব নিয়মের কিছু ইতমধ্যেই মাঠে গড়াতে দেখা গেছে। বাকি গুলু ওয়ানডে বিশ্বাকাপ থেকে পুরুপুরি কার্যকর করা হবে। যা ক্রিকেট বিশ্বকে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন করবে। পাশাপাশি মাঠে প্লেয়ারদের সেচ্ছাচারীতার কিছুটা অবসান ঘটাবে বটে।
একটি মন্তব্য পোস্ট করুন