আপনি পর্নোগ্রাফিতে আশক্ত কিনা বুঝবেন কিভাবে? পর্ব-১/২

পর্নোগ্রাফি, ইন্টারনেট দুনিয়ার এক কালো অধ্যায়। যে অধ্যায় পড়তে পড়তে নিজেকে আশক্ত করে ফেলা। নিজেকে পর্নোগ্রাফির দুনিয়ায় এমনভাবে জড়িয়ে ফেলা যা থেকে পরিত্রান পাওয়ার কোন যুদ্ধের চেয়ে কম নয়। একটি গবেষনায় দেখা গেছে বাংলাদেশে যে পরিমান ইন্টারনেট খরচ হয় তার সিংহভাগ বিভিন্ন পর্নোগ্রাফি ওয়েবসাইটে। আর এসব ওয়েবসাইটের ভিসিটর উর্তি বয়সের স্কুল কলেজের ছেলে মেয়েরা। পর্নোগ্রাফি আশক্তি একজন মানুষকে ধীরে ধীরে অন্ধকার জীবনে নিয়ে যায়। বিনাশ করে দেয় জীবন, যৌবন, নৈতিকতা। তাই আপনি যদি নিয়মিত পর্ন ভিডিও দেখে থাকেন তাহলে ১০ লক্ষন বলবো, এখনই মিলিয়ে নিন আপনি পর্নোগ্রাফিতে আশক্ত কি না।




১) আপনি নিজেকে পর্ন ভিডিও দেখা থেকে রুখতে পারে না। যখনই বাসায় একা থাকেন কিংবা রাতে একা থাকেন তখনই পর্নো সাইটে নিজেকে নিয়ে যান। আপনি হয়তো চাচ্ছেন যে আপনি কখনই এসব ভিডিও দেখবে না, কিন্তু তারপরেও নিজেকে থামাতে পারছেন না। রাত যত গভীর হয় আপনার পর্ন সাইটে ভিসিট করা শুরু করেন। আপনি জানেন এগুলু দেখা খারাপ, তারপরেও দেখতেই হয়। বুঝতে হবে আপনি মারাত্মকভাবে পর্নোগ্রাফিতে আশক্ত।

২) পর্ন ভিডিও দেখতে দেখতে এমন একটা অবস্থায় নিজের মস্তিষ্ককে নিয়ে যাওয়া, আপনি যত দেখছেন আরও দেখতে ইচ্ছে করছে। আপনি হয়তো আগে ২০-৩০ মিনিট দেখতেন কিন্তু আসতে আসতে সময়টা আরও বাড়ছে। এখন আপনি ১ ঘন্টা ২ঘন্টা এমনকি সময়ের কোন হিসেব না রেখে মনে ইচ্ছে মত দেখছেন। শুধুবতাই নয় আসতে আসতে আপনার আশক্তি হার্ডকোর বা আরও ভাওলেন্ট ধরনের ভিডিও দেখতে ইচ্ছে করে।

৩) পর্ন দেখার সময় আপনি হয়তো আপনার মূল্যবান কাজকে অবমূল্যায়ন করা শুরু করেছেন। পড়াশোনা, বাড়ির কাজ বা অফিসের কাজের প্রতি আপনার সিরিয়াসনেস কাজ করছে না। এমনও হতে পারে আপনাত হাতে খুব জরুরী কাজ আছে কিন্তু আপনি পর্ন দেখতে বসে পরলেন। অল্প সময়ের জন্য দেখা শুরু করলেও ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় অথচ কাজের প্রতি কোন আগ্রহ আসছে না। একটা সময় দেখা যাবে সারাদিন বা রাত আপনি কিছুই করেননি। আপনি পর্নোগ্রাফির পেছনে নিজের মূল্যবান সময় ব্যায় করেছেন। তাহলে আপনাকে আরও বেশি সাবধান হতে হবে।

৪) অতিরিক্ত পর্নোগ্রাফিতে আশক্তি হলে বাস্তবিক শারীরিক সম্পর্ক করতে অধিক অনিহা চলে আসবে। আপনি ভিডিওতে যেভাবে দেখেন বাস্তবিক শারীরিক সম্পর্কে তেমনটা হচ্ছে না। সেসব ভিডিওর সাথে রিয়েল টাইম মিলন কোন ভাবেই মিলছে না। আপনার স্ত্রীর সাথে মিলন করতে ইচ্ছে করে না। আসতে আসতে আপনি মাষ্টাবেশনের প্রতি নির্ভরশীল হয়ে পরছেন। এভাবেই নিজের জীবন চালিত করছেন। দিন দিন বাস্তবিক শারীরিক সম্পর্ক করতে অনিহা আসছে। তাহলে বুঝতে হবে আপনি মারাত্মকভাবে পর্নোগ্রাফি আশক্ত।

৫) বিবাহিত পুরুষেরা তার স্ত্রীর সাথে সেসব পদ্ধতিতে শারীরিক সম্পর্ক করতে চায় যেটা তারা পর্ন ভিডিওতে দেখে। সম্পর্ক করার আগে স্ত্রীকে দিয়ে পর্ন ভিডিওর মত অভিনয় করানো, রোল-প্লে করা, বা এমন কোন বিরক্তিকর কিছু করানো যা আপনার স্ত্রীকে অনেক বেশি  ফ্রাস্টেট করে দেয়। আর স্ত্রীর না পারার বিষয়টা আপনাকে আরও বেশি ফ্রাস্টেট করে যা আপনাদের মধুর সম্পর্কটাকে বিরক্তিকর করে তোলে।

আজ ছিলো এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আরও মারাত্মক ৫টি লক্ষন সম্পর্কে বলা হবে। তাই পুরু ১০টি লক্ষন পড়ে আপনি আপনার সাথে মিলিয়ে নিবেন আপনি পর্নোগ্রাফিতে আশক্ত কিনা।

Post a Comment

নবীনতর পূর্বতন