পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আমাদের মুসলিম জাতির আদি পিতা হযরত আদম (আঃ)। আদম(আঃ) ও হাওয়া (আঃ) জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত থেকে বিতারিত করে নির্জন পৃথিবীতে পাঠিয়ে দেন। তাদের দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে নামিয়ে দেয়া হয়। মহান আল্লার হুকুম অমান্য করায় হযরত আদম(আঃ) ছিলেন অত্যন্ত লজ্জিত। তিনি আতোই লজ্জিত ছিলেন যে, মুখ তুলে আসমানের দিকে তাকাতেন না। একা একা আদম (আঃ) খুরে বেড়ায়।
হযরত আদম (আঃ) আল্লাহর কাছে বছরের পর বছর নিজের ভুলের জন্য হাত তুলে ক্ষমা চাইতে থাকেন।
'হে আমার রব, আমি জুলুম করেছি আমার নিজের উপরে, যদি তুমি আমাকে ক্ষমা না করো যদি তুমি আমাকে রহম না করো, অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।'
কিন্তু ওনার সেই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। একশত নয় দুইশত নয় তিনশত বছর আদম (আঃ) নিজের জন্য কাদলো কিন্তু তারপরেও আল্লাহ ক্ষমা করে না। এরপর হঠাৎ করে আদম (আঃ) হাত তুলে বললো 'হে আল্লাহ তুমি মোহাম্মদ নামের উছিলায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে হে আদম, ' তুমি মোহাম্মদকে কিভাবে চিনো? আদম নবী বলেন, হে আল্লাহ তুমি যখন আমাকে বানাইছো তখন আমি আরসে আজিমে তোমার নামের পাশে তোমাত বন্ধুর নাম দেখতে পেয়েছি, তুমি সেই নামের উছিলায় আমাকে ক্ষমা করো।'
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি যদি আমার মোহাম্মদ নামের উছিলায় আমার কাছে ক্ষমা চাইতে তাহলে ৩০০ বছর লাগতো না। আমি তোমাকে সাথে সাথে ক্ষমা করে দিতাম। দু জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আদম (আঃ)-কে ক্ষমা করে দিলেন। এরপর হাটতে হাটতে আদম ও হাওয়া (আঃ) এর সাক্ষাত হলো আরাফার ময়দানে।
একটি মন্তব্য পোস্ট করুন