যে কারনে ব্রাজিল সর্ব কালের সেরা দল

১৯৭০ সালের ফুটবল বিশ্বকাপ। রঙিন টেলিভিশনে প্রথম সম্প্রচার হওয়া প্রথম বিশ্বকাপ। ঠিক এই আসরের জন্যই যেন ব্রাজিল অপেক্ষা করছিলো নিজেদের মেলে ধরার। তারুন্য আর অভিজ্ঞতার সমন্বয়,  গতির সাথে পাওয়ারের সমস্বয় আর পাসিং ফুটবলের সাথে একক কৌশল, ফুটবলের এমন শৈল্পিক রুপ প্রথম থেকে বিশ্ববাসি। ব্রাজিলের একঝাক তারকা মাতিয়ে রেখেলিনের পুরু আসর। কে ছিলো না দলে অধিনায়ক কার্লোস আলবার্তো, রবার্তো লিভেলিনো, জিয়ারজিনহো আর ফুটবল রাজা পেলেতো আছেই। এই বিশ্বকাপে সবকটি ম্যাচেই গোল পেয়েছে জিয়ারজিনহো।


Brazil old football team photo


তৎকালীন চিকো স্লোভাকিয়া, রোমানিয়া ও ইংলেন্ডকে সহজে পরাজিত করে কোয়াটার ফাইননালে ওঠে ব্রাজিল। কোয়াটার ফাইনালের নক আউট ম্যাচে পেরুকে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইন নিশ্চিত করে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ তখনকার পরা শক্তি উরুগুয়ে। সেমিফাইনালে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের পথে হাটে ব্রাজিল। ব্রাজিল উরুগুয়ে ম্যাচটি এতই গুরুত্বপূর্ণ ছিলো যে ফাইনাল জিতবে চিরতরে জুলেরিমে ট্রফি তাদের হয়ে যাবে।

ব্রাজিল যেনো নিজেদের মেলে ধরলে এবং শিরোপা চিরতরে নিজেদের করে নিতে এই ম্যাচটি বেছে নিলো। অন্যগ্রহে ফুটবল খেলা ব্রাজিল নিজেদের পার্ফরমেন্সে ফুটবল বিশ্বকে হতবাগ করে দিয়েছে। পেলে-আলবার্তো-জিয়ারজিনহোদের ম্যাজিকেল পার্ফমেন্সে ৪-১ গোলের বড় ব্যবধানে উরুগুয়েকে পরাজিত করে করে শিরোপা উচিয়ে ধরে ব্রাজিল। আর সেই সাথে সর্ব কালের সেরাদের হাত ধরেই চিরতরে জুলেরিমে হয়ে যায় সেলে-সাওয়াদের।

১৯৭০ সালের ২১-এ জুন ফাইনাল ব্রাজিল প্রেমীদের এক অনন্য ইতিহাসের দিন। যেদিন বার বার স্বরন করিয়ে দেয় ব্রাজিল সেরা। আর সেরাদের সাথে কারও তুলনা চলে না।

Post a Comment

নবীনতর পূর্বতন