১১৫ ফুট উপর থেকে ফেলা বল নিমেষেই নেইমারের নিয়ন্ত্রনে

১১৫ ফুট উচু থেলে ফেলা বল নিমেষেই নিজের নিয়ন্ত্রনে নিলেন ব্রাজিলের ফুটবল যাদুকর নেইমান। বিশ্বকাপ ফুটবলের প্রেকটিসের প্রথম দিনে এমনই এক যাদুকরি কাজ করলে নেইমার। যা নিমেষেই ভাইরাল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাজিলের একটি টিভি-শো-এর জন্য এমনই এক টাস্ক দেয়া হয় নেইমারকে।




কাতার বিশ্বকাপে ৬ষ্ট বারের মত বিশ্বকাপ নিজেদের ঘরে তুলে নিতে নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে ব্রাজিলিয়ান তারকারা। দলের নামের পাশে আরও একটি একটি জয়ের তারকা যোগ করতে মরিয়া। তবে প্রথম দিনের অনুশীলনে এক ঘন্টা দেরি করে ঢুকেছেন।  বেরও হয়েছেন আধ ঘন্টা আগে। তবে যতক্ষন অনুশীলনে ছিলন কোচ ও টিমের মন জয় করেই ফিরেছেন ঘরে।


আরও পড়ুনঃ যে কারনে ব্রাজিল সর্বকালের সেরা দল


অনুশীলনের ক্ষানিক পরেই ব্রাজিলের একটি টিভিশো এর জন্য অন্য রকম এক টাস্ক দেয়া হয় ব্রাজিলিয়াম তারকাদের। ৩০ মিটার বা ১১৫ ফুট উচু ড্রোন থেকে ফেলা একটি ফুটবলকে নিজের নিয়ন্ত্রনে নিতে হবে। এতো উচু থেকে ফেলা ফুটবলকে নিমেষেই নিজের নিয়ন্ত্রনে নিয়েছেন ফুটবলের এই যাদুকর।

নেইমারের বল নিয়ন্ত্রনের এই যাদুকরি কারিশমা মন ভরে দেখেছেন সতীর্থরা। একই সাথে সমাই উৎযাপনও করেছেন সবাই। মূহুর্তেই নেট দুনিয়ায় ভাইরাল নেইমারের এই ভিডিও। একই পরিক্ষায় উত্তির্ন হয়েছেন আরেক সতীর্থ রিচার্লশন। টাস্ক শেষে নেইমার ও রিচার্লিশনের হাতে ট্রফি তুলে দেন শো-এর হোষ্ট। নিজেকে এভাবেই অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ব্রাজিলের এই ফুটবল তারকা নেইমার।

সূত্রঃ যমুনা স্পোর্টস 

Post a Comment

নবীনতর পূর্বতন