আবারও হবে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ

 আর্জেন্টিনার ৩য় বিশ্বকাপ প্রশ্নবিদ্ধ কিন্তু কেনো?




৩৬ বছর পর বহুল প্রতিক্ষিত বিশ্বকাপ শিরোপা উঠছে। শিরোপা জয়ের আনন্দে ভাসছে মেসির দেশ আর্জেন্টিনা আর মেসি ভক্তরা। তবে এর সম্পূর্ন উল্টো ফ্রান্সে। ফ্রান্সের দাবি আর্জেন্টিনার পক্ষে একাধীক সিদ্ধান্ত নিয়েছে পোলেন্ডের রেফারি সিমন মার্টিনি যা ফাইনালের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আর সেই বিবেচনায় তিনি এখন ফ্রান্সের জাতীয় ভিলেন। আর তাই ফরাসিদের দাবি আবারও আয়োজন করা হোক ফাইনাল ম্যাচ।

ম্যাচের বেস করেকটি ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে ফ্রান্স দাবি করেছে মেসিদের পক্ষে রেফারি একাধীক সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের ডি,-বক্সে ডি-মারিয়া ইচ্ছাকৃতভাবে পরে যাওয়ার পর VAR চেক না করেই পেনাল্টি দিয়েছে সিমন মার্টিনি এমন দাবী ফরাসিদের। অতিরিক্ত সময়ে দেয়া মেসির ৩য় গোল নিয়েও আছে প্রশ্ন। বল গোল পোষ্ট অতিক্রম করার আগেই ডাগ আউটে থাকা আর্জেন্টিনার ২জন খেলোয়ার মাঠে প্রবেশ করে যা ফিফার নিয়মে সম্পূর্ণ অবৈধ। অথচ এত বড় একটা ঘটনা এড়িয়ে যায় মার্টিনির চোখে।

রেফারির এমন সিদ্ধান্তে এক হয়েছে ফ্রান্সের জনগন। ফাইনাল ম্যাচ পূনরায় আয়োজন করার জন্য ২ লক্ষ সই সংগ্রহ করে পিটিশন দাখিল করেছে ফ্রান্সের সমর্থকরা। মেসোপিয় নামের এক ওয়েবসাইটে এই সই সংগ্রহের কাজ চলছে যার প্রধান শিরোনাম রেফারিকে কিনে নেয়া হয়েছে।

এসব নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুলেছে রেফারি। তিনি বলেন মেসির গোল যদি বাতিল হয় তাহলে এম-বাপ্পের গোলও বাতিল হবে কারন সে সময় ৭ জন অতিরিক্ত খেলোয়ার ঢুকে পরেছিলো। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল বিতর্ক কতটুকু গড়ায় সেটাই এখন দেখার বিষয়।

সূত্রঃ ৭১ টিভি

Post a Comment

নবীনতর পূর্বতন