ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত না নায়িকা পরিমনি। নিজেকে টপ অফ দ্যা নিউজে রাখতে হয়তো অনেক বেশি পছন্দ করেন। এজন্য কিছু দিন পর পর বিভিন্ন কর্মকান্ড দিয়ে প্রধান শিরোনাম হন পরিমনি। এই যেমন কিছু দিন আগে স্বামী রাজের সাথে বিচ্ছেদের খবর প্রায় পাকা পোক্ত ছিলো। আবার হঠাৎ করে প্রনয়। পরিমনির ভেরিফাইড ফেসবুক আইডি খুললেই দেখা যায় স্বামী রাজকে নিয়ে প্রনয়ের পোষ্ট।
তেমনই বেশ কিছু ছবি পোষ্ট করেছেন পরিমনি। হাতে শতাধীক গোলাপ নিয়ে শোফায় বসে স্বামীর প্রতি অগাধ ভালবাসা নিয়ে উষ্ণ এক বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। নিজেদের বিবাহ বার্ষিকীর ছবি এভাবেই পোষ্ট করেছেন তিনি আর ক্যাপশনে লিখেছেন
"I feel like a queen when you love me like this ……🌹❤️ Razz 🤗 It was #OurAnniversaryDay 💍।"
পরি এবং রাজের বিবাহ বার্ষিকীকে উদ্দেশ্য পোষ্ট করা ছবিগুলু নজরকড়ে নেটিজেনদের। মাত্র ৪ দিনের ব্যবধানে ছবিতে রিয়েক্ট পড়েছে ৭৬ হাজারেও বেশি। তবে আলোচনার বিষয় হলো ৪৩ হাজার লাইক ২৩ হাজার Love রিয়েল্টের পরেও রয়েছে ৭.৭ হাজার হাহা রিয়েক্ট।
কমেন্টে শুধু মাত্র স্বামী শরিফুল রাজের কয়েকটা ইমুজি। পাব্লিক কমেন্ট করার সুযোগ না থাকায় এসব নিয়ে নেটিজেনদের প্রতিকৃয়া জানার কোন সুযোগ নেই। এসবের পাশাপাশি পরিমনি এখন নিজেকে সিনেমার প্রচারনায় ব্যস্ত রেখেছেন। গত ২০ জানুয়ারি মুক্তি পার পরিমনি অভিনিত সিনেমা "দ্যা এডভেঞ্চার অব সুন্দরবন"।
একটি মন্তব্য পোস্ট করুন