জন্ম নিচ্ছে ৯৯ ভাগ স্ত্রী কচ্ছপ
কচ্ছপ খুবই ধীর গতির প্রাণী। এই প্রাণীটি নিয়ে আবহমান বাংলায় অনেক গল্প রয়েছে। বেশ কয়েক বছর যাবত বাংলাদেশে কচ্ছপের তেমন একটা দেখা মেলে না। তাহলেকি কচ্ছপ বিলুপ্ত প্রাণীর তালিকায় নাম লিখিয়েছে?
উত্তর হচ্ছে হ্যা, বিলুপ্ত হতে চলেছে কচ্ছপ। আর এর প্রধান কারন বৈশ্বিক উষ্ণায়ন। কারন কচ্ছপের লিঙ্গ নির্ধারন হয় পরিবেশের তাপমাত্রায়। তাপমাত্রা যদি ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে কচ্ছপের ডিম থেকে পুরুষ বের হয়। আর ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলে স্ত্রী কচ্ছপ জন্ম নেয়।
আমেরিকার সমুদ্রতীরবর্তী দ্বীপ গুলুতে দিন দিন তাপমাত্রা বেড়ে চলছে। আর এ কারনে আমেরিকায় ৯৯ ভাগ কচ্ছপের ডিম ফুটে বের হচ্ছে স্ত্রী কচ্ছপ। শুধু আমেরিকা নয় অষ্ট্রেলিয়ায় কচ্ছপের ডিম ফুটে বের হচ্ছে ৯০ ভাগ স্ত্রী কচ্ছপ। বিশেষজ্ঞদের মতে এতে দেখা দিতে পারে লিঙ্গ বৈষম্য। আর বিশাল এই লিঙ্গ বৈষম্য কচ্ছপ বিলুপ্তির আগাম বার্তা।
বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে আগামী কয়েক বছরের মধ্যে কমে আসবে কচ্ছপ প্রজনন। কোন সময় প্রাণীটি হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে।
ভিডিওঃ
একটি মন্তব্য পোস্ট করুন