টিকিটে ইংল্যান্ডের পতাকার বদলে গ্রেট-ব্রিটেনের পতাকা
কথায় আছে যারা চোখ বন্ধ করে ভুল করে তাদের নিজের ভুল দেখা বা স্বীকার করা কোনটাই হয়ে ওঠে না। আবার অন্য কেউ সেই ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও যেনো নানা অজুহাত দেখিয়ে গা বাচানোর হাজার চেষ্টা। এবার ইংলেন্ডের পতাকাই চিনতে ভুল করেছে বিসিবি।
বাংলাদেশ-ইংলেন্ড ১ম ওয়ানডে ১লা মার্চ। দর্শকদের জন্য ছাপিয়েছে টিকিট অথচ সেই টিকিটে ইংলেন্ডের পতাকা দিয়েছে ভুল। টিকিটে দুই দলের পতাকা অথচ ইংলেন্ডের পতাকা চিনতেই পারলো না বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
ইংলেন্ডের পতাকার বদলে টিকিটে ছাপানো হয়েছে গ্রেট-ব্রিটেনের পতাকা। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড সহ বেশ কিছু দেশকে একসাথে বলা হয়ে থাকে গ্রেট-ব্রিটেন। অলেম্পিক আসরে এসব দেশ অংশ নেয় গ্রেট-ব্রিটেনের পতাকা নিয়ে। কিন্তু বিশ্ব-ক্রিকেট আসরে ইংল্যান্ড নিজেদের স্বতন্ত্র পতাকা নিয়ে অংশ নেয়। অথচ সেই ক্রিকেটে ইংল্যান্ডের পাতাকার জায়গায় বিসিবি ছাপিয়ে দিলো গ্রেট-ব্রিটেনের পতাকা।
বিপিএল বিসিবির ভুলে ভরা আয়োজনের রেস কাটতে না কাটতেই আবারও বড় ধাক্কায় পাপনের বিসিবি। ইন্টারনেট দুনিয়ায় আবারও সমালোচনার স্বীকার নাজমুল পাপন। টিকিটে ভুলের বিষয়টি যেনো এড়িয়ে নিজের গা বাচিয়ে রাখলো বিসিবির মিডিয়া প্রধান তানভীর আহমেদ। এত বড় ভুল সম্পর্কে তিনি নাকি বিষয়টি মাত্রি জেনেছেন।
এভাবে দায়িত্বহীন হওয়া ও দায়িত্ব এড়িয়ে যাওয়া বিসিবি কবে নিজেকে শুদ্ধ করতে পারবেন এই প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীসহ সচেতন মহলের। দায়িত্ব পেয়ে এভাবে নিজেদের ঘুমে রাখলে একসময় বাংলাদেশ ক্রিকেট হাসির পাত্র হবে ক্রিকেট বিশ্বে।
একটি মন্তব্য পোস্ট করুন