প্রযুক্তি আর গেম একে অন্যের সাথে সম্পর্কিত। অনলাইন প্লাটপফর্মে বিনোদনের আরেক নাম গেম। মানুষ সেই ছোট বেলা থেকে বয়সকাল পর্যন্ত গেম খেলে। একেক মানুষ একেক ধরনের গেম খেলতে পছন্দ করে। যখন স্মার্টফোনের যুগ ছিলো না তখন কম্পিউটার এবং বাজারের দোকানে বিভিন্ন প্রকার গেম খেলা হতো।
আর মোবাইল ফোন হাতে আসার পর আমরা নানান ধরনের গেমের সাথে পরিচিত এবং আসক্ত। বিভিন্ন সময় বিভিন্ন গেম প্রযুক্তি জগতে রাজ করেছে। Clas of Clan, Hay Day থেকে শুরু করে ক্লাসিক গেম, একশন গেম এডভেঞ্চার গেম ইত্যাদি। বর্তমান সময় গেমের বাজারে রাজত্ব করছে ফ্রি ফায়ার ও পাবজি।
সময় আসবে নতুন নতুন গেম তৈরি হবে তখন গেমের রাজত্ব পালটে যাবে। তবে আলোচনার বিষয়বস্তু এসব না। বিষয় হলো প্রত্যেক গেমের যেমন শুরু আছে তেমনি শেষও আছে। আবার কিছু কিছু গেম না খেললেও মাঝ পথে খেকা বন্ধ করে দেয়ার ফলে লেভেল যেখানে আছে হয়তো সারাজীবন সেখানেই আটকে থাকবে।
কিন্তু গেমের শেষ লেভেল পর্যন্ত পৌছাতে লাগবে ১৭ মিলিয়ন বছর। শুনে অবাক হলেও এমনই এক গেম আবিষ্কার করেছে টেক জায়েন্ট কোম্পানি গুগল। গুগল ক্রম ব্রাউসার মোবাইল ও কম্পিউটারে ব্যবহৃত সর্ববৃহৎ ব্রাউসার হিসেবে পরিচিতি লাভ করেছে। সহজ ইন্টারনেট ও নিরাপদ ব্রাউসিং এর জন্য বেশ নাম কামিয়েছে ক্রম ব্রাউসার। তবে এই ব্রাউসারে একটু লুকানো গেম রয়েছে। যা হয়তো অনেকেরই অজানা। ক্রম ব্রাউসারের কম্পিউটার ও মোবাইল ভার্শনে ইন্টারনেট হঠাৎ চলে গেকে ঠিক উপরে ছোট একটা ব্লাক ডায়নোসর দেখা যায়৷ আসলে এটা একটা গেম।
ইন্টারনেট চলে গেলে ব্যবহারকারীদের সময়কে আনন্দময় করে তোলার জন্য অফলাইন এই গেমটি তৈরি করেছে গুগল। ২০১৪ সাইলে এই গেইমটি ডিজাইন করেছে গুগলের কিভহু ইউএক্স ডিজাইনার। গেমটি এমনভাবে কোডিং করা হয়েছে আপনি যদি মারা না যান তাহলে একটানা ১৭ মিলিয়ন বছর লাগবে এই গেমটি সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেতে বা গেমটি শেষ করতে।
একটি মন্তব্য পোস্ট করুন