তারাবিহর নামাজ ২০ রাকাত নাকি ৮ রাকাত?
গত শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। অন্যান্য মাসের চেয়ে এই মাসে ইবাদতের ফজিলত অনেক। হাদিসে বর্নিত আছে রমজান মাসে নামাজ আদায় করলে অন্যান্য মাসের চেয়ে সত্তর গুন বেশি সওয়াব পাওয়া যায়। রমজান মাসের অন্যতম এবাদত হচ্ছে তারাবিহর নামাজ। তারাবিহ শব্দটি এসেছে আরবি শব্দ "তারবিহাতুন" থেকে যার অর্থ বিশ্রাম।
তারাবিহর নামাজে যেহেতু প্রতি চার রাকাত পর পর বিশ্রাম করে তাসবিহ ও দোয়া পাঠ করা হয় এ কারনে এর নাম তারাবিহ রাখা হয়েছে। তারাবিহর নামাজ এশার ওয়াক্তের সুন্নত ও ফরজ নামাজের পর এবং বেতের নামাজের পূর্বে আদায় করা হয়। রমজানের রাতে তারাবিহর নামাজ সুন্নতে মোয়াক্কাদা। তারাবিহর নামাজের আছে অনেক গুরুত্ব ও ফজিলত। তারাবিহর নামাজ পাপ থেকে মুক্তিলাভ করার অনন্য সুযোগ এই সুযোগ যাতে হাত ছাড়া না হয় এই তগিত দিতেন শাহে মদিনা রাসূলুল্লাহ (সঃ)।
বুখারি ও মূসলিম শরিফের হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, "যে ব্যক্তি ঈমান সহকারে ও সওয়াবের আশায় তারাবিহর নামাজ আদার করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।
তারাবিহর নামাজের প্রচলন শুরু হয়েছিলো রাসূলুল্লাহ (সঃ) এর যুগ থেকে। প্রথম থেকে রাসূলুল্লাহ (সঃ) সাহাবাদের নিয়ে প্রতিনিয়ত তারাবিহর নামাজ আদায় করতে। সব সময় আদায় করার ফলে এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যাচ্ছিলো। আর ফরজ হয়ে গেলে নিয়মিত তারাবিহ আদায় করা উম্মতের জন্য ছিলো অত্যন্ত কষ্টকর। তাই কয়েকদিন সাহাবাদের সাথে আদায় করার পর রাসূলুল্লাহ (সঃ) একদিন মসজিদে আসলেন না। এরপর থেকে তারাবিহর নামাজ জামাত সহকারে আদায় করেননি।
পরবর্তীতে হজরত ওমর (রাঃ)-এর সময় জামাতে তারাবিহের নামাজ আদায়ের প্রচলন শুরু হয়। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত জামাতের সাথে তারাবিহের নামাজ আদায় করার প্রচলন চালু রয়েছে। সম্প্রতি তারাবিহর নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তারাবিহর নামাজ বিশ রাকা'আন নাকি আট রাকাত এ নিয়ে বিতর্ক চলছে। তারাবিহর নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ননা পাওয়া যায়। তবে সর্বাধীক বিশুদ্ধ মতবাদ হিসেবে ধরা হয় ২০ রকাত।
ঈমাম তিরমিজী (রঃ) বলেন, হজরত ওমর (রাঃ), হজরত আলী (রাঃ) এনং অন্যান্য সাহাবা কেরাম থেকে বর্নিত অধীকাংশ আলেম ২০ রাকাতের পক্ষে ফতোয়া দিয়েছেন। তবে কেউ ৮ রাকাত পড়লে তাকে নিরুঠসাহীত করা যাবেনা আবার কেউ ২০ রাকা'আত পড়লে তার বিরোধীতা করা যাবে না।
একটি মন্তব্য পোস্ট করুন