ব্যাংকে ইন্টারেষ্টের টাকায় যাকাত দেয়া যাবে কি?

যাকাত আদায় করার নিয়ম


যারা ব্যাংকে টাকা রাখেন তাদের টাকার উপরে নির্দিষ্ট হারে প্রতি মাসে ইন্টারেষ্ট দিয়ে থাকে। সেই টাকা থেকে যাকাত দেয়া যাবে কি? উত্তর হচ্ছে না। ব্যাংকে টাকা টাকা রাখলে প্রতি মাসে সেই টাকার উপর যে ইন্টারেস্ট দেয়া হয় সেটা পরিষ্কারভাবে সুদের আওতায় পরে।

এই টাকার যাকাত দিলে যাকাত আদায় হবে না। আর সাওয়াবের আশা ভুলেও করা যাবে না। তাহলে ব্যাংক থেকে যে ইন্টারেস্ট বা সুদ দেয়া হয় সেই টাকা কি করা উচিৎ। অন্যান্য ধর্মের কথা আলাদা, ইসলাম ধর্ম মতে যেহেতু এই টাকা সুদ তাই এই টাকায় কোন কিছু খাওয়া যাবে না শুধু তাই নয় এই টাকা দিয়ে আত্মীয়কেও কোন কিছু কিনে দেয়া যাবে না।

আল্লাহপাক ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। প্রাপ্ত সুদের টাকা গরিবদের দান করে দিতে হবে। তবে সয়াওয়াবের আশা করা যাবে না। সুদের টাকা এতোটাই অপবিত্রযে এই টাকা দান করলে সাওয়াব আশা করা যাবে না করলে গুনাহ হবে। তাই ব্যাংক থেকে প্রাপ্ত ইন্টারেষ্টের টাকায় যাকাত আদায় করা যাবে না।

যাকাত আদায় করতে হবে শুধু মাত্র হালাল উপার্জনের টাকায়। রাসূল (সঃ) একটি হাদিসে বর্ননা করেন, যে ব্যাক্তি হালাল উপার্জন থেকে যাকাত দেয় আল্লাহ নিজে ডান হাত বাড়িয়ে সেই টাকা গ্রহন করেন (সোবহান-আল্লাহ)।


Post a Comment

নবীনতর পূর্বতন