সাহাবী গাছ - The Blessed Tree



জর্ডান মরুভূমির সাফাই এলাকায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর এক জীবন্ত মোজেজা নিয়ে দাঁড়িয়ে আছে The Blessed  Tree। মুসলিমরা একে সাহাবী গাছ নামে ডাকে। পাচশত বিরাশি খৃষ্টাব্দে চাচা আবু তালিবের সাথে, হযরত মোহাম্মদ (সঃ) ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়া দিকে রওনা হন। তখন তিনির মাত্র ১২ বৎসর। এসময় তারা সিরিয়ার অদূরে তথা জর্ডানে এসে উপস্থিত হলেন। দীর্ঘ মরুভূমি পারি দিতে গিয়ে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পরলেন শিশু মোহাম্মদ (সঃ)। বিশ্রাম নেয়ার জন্য তারা একটু ছায়া খুজছিলেন। কিন্তু ধুধু মরুভূমিতে কোথাও ছায়া খুজে পাচ্ছিলেন না। কিছু দূর অগ্রসর হতেই তাদের চোখ পড়লো মৃত প্রায় একটি গাছের উপর। কোন উপায় না দেখে লতা পারা বিহীন শুকনো এই জীর্ন গাছের নিচে বিশ্রামের জন্য বসে পরলেন।


আরও পড়ুনঃ সাহারা মরুভূমি আসলেইকি আগে মরুভূমি ছিল?


মহানবী হযরত মোহাম্মদ (সঃ) যখন তার চাচা সহ বিশ্রাম নিতে গাছটির নিচে, তখন আল্লাহ হুকুমে সেই গাছটি সজিব হয়ে উঠলো। সবুজ হিয়ে উঠলো গাছের সব পালা। ঘটনাটি যখন ঘটে তখন দূরে দাঁড়িয়ে দেখছিলেন বোহাইরা নামক এক খৃষ্টান পাদ্রী। খৃষ্টান পাদ্রী লক্ষ করলেন শিশুটি যেখানেই যাচ্ছে, তাকে ছায়া দিচ্ছে এক টুকরো মেঘ। যখন সেই বালক মৃত প্রায় গাছের নিচে বসলেন সাথে সাথদ গাছটি সবুজ লতা পাতায় ভরে গেলো। বুহাইয়া বিষ্ময় নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন এই ছোট বালটি কার সন্তান?


চাচা আবু তালেব বলনে এটা আমারই ছেলে।

বোহাইরা আবার জিজ্ঞেস করলেন, এটাকি আপনারই ছেলে, আপনিকি এর পিতা?


আবু তালেব বললেন হ্যা।


তখন বোহাইরা বললেন, এই বালকের পিতার বেচে থাকার কথা না।


আবু তালেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানেন, কারন মোহাম্মদ (সঃ) এর জন্মের আগেই তার পিতার মৃত্যু হয়। তখন আবু তালেব উত্তর দিলেন, এই বালক আমার ভাতিজা।


বোহাইরা বললেন, এই বালকের দেখা-শোনা করুন। তাকে শত্রুর হাত থেকে রক্ষা করুন। কারন এই বালকই হচ্ছে মহান আল্লয়াহ তাআলার প্রেরিত শেষ নবী। আমি তার কথা বাইবেলে পড়েছি।



বুহাইরার সাথে দেখা হওয়া আর এই গাছটি মোহাম্মদ (সঃ) এর নবুয়াতের প্রথম সাক্ষী।



শত শত কিলোমিটার বিস্তৃত মরুভূমির উত্তপ্ত বালি, যেখানে কৃত্রিমভাবেও কোন গাছ  বাচিয়ে রাখা অসম্ভব। সেখানে এই গাছটি ১৫'শ বছর ধরে চির সবুজ পাতা আর ডাল-পালা নিয়ে এখনও মরুর বুকে দাঁড়িয়ে আছে। উত্তপ্ত মরুভূমিতে জীবন্ত এই গাছ মহান আল্লাহর রহমত এবং মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর মোজেজা ছাড়া আর কিছুই নয়।



Post a Comment

নবীনতর পূর্বতন