মাল্টিলেভেল মার্কেটিং (Malti-level Marketing) বা MLM এর নামে সম্প্রতি প্রতারনার আরেক নাম MTFE। AI ট্রেডিং এর নামে প্রলোভন দেখিয়ে লাখো বিনিয়োগকারী আর সর্বস্বহারা হয়ে পথে বসেছে। দুবাই ভিত্তিক এই নামধারী ট্রেডিং অ্যাপ ২০১৫ সালে উত্থান ঘটে। ৮ বছরে ভারত বাংলাদেশে বিভিন্ন এজেন্ট নিয়োগের মাধ্যমে প্রাতারনার ফাদ পাতে। লাখো মানুষ MTFE তে হাজার কোটি টাকা বিনিয়োগ করে।
বাংলাদেশে প্রতারনা করার জন্য নিয়োগ দেয়া হয় ৪০০ জন CEO। তাদের মূল কাজ ছিলো মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে MTFE তে বিনিয়োগ করানো। অথচ MTFE তে বিনিয়োগ করা গ্রাহকরা আজ সর্বহারা। গত ১৮ আগষ্ট'২৩ শুক্রবার আপ্পটি তাদের সমগ্রা কার্যক্রম বন্ধ করে দেয়। আটকে যায় বিনিয়োগ কারীদের হাজার কোটি টাকা। এর কিছু দিন আগে থেকে টেকিনিক্যাল সমস্যার নাম করে উইথড্র সিস্টেম বন্ধ রাখে প্রতারক প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংক, প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে এমন অবস্থায় তাদের তেমন কিছু করার থাকে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে যে ৪০০ CEO নিয়োগ দেয়া হয়েছে তাদের নজরদারিতে রাখছে। প্রায় ১০০ জনেরও বেশি CEO এর নামের তালিকা এসেছে আইন শৃঙ্খলা বাহিনী হাতে। সোস্যাল মিডিয়ার তাদের সমস্ত কার্যক্রম খতিয়ে দেখা হবে।
MTFE এর প্রতারনার শিকার বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারত। তবে বাংলাদেশীদের বিনিয়োগের পরিমান অনেক বেশি। বাংলাদেশ থেকে কোম্পানিটি হাতিয়ে নিয়েছে ১১ হাজার কোটি টাকা। প্রতারনা ফাস হওয়ার পর গা ঢাকা দিয়েছে দেশে ও বিদেশে থাকা CEO রা। অনেক CEO দাবি করছেন তারা নিজেরাও প্রতারনা শিকার। দেড় কোটি টাকার বিনিয়োগ সংগ্রহ করতে পারলে আবেদন করা যেতো কথিত CEO পদের জন্য আর ৩ হাজার ডলার বা তার বেশি ডলার বিনিয়োগ করলে দেয়া হতো এম্বাসেডর পদ।
একটি মন্তব্য পোস্ট করুন