কি, অবাক হচ্ছেন ভাবছেন এটা আবা কিভাবে সম্ভব? মাত্র একটি ভিডিও বানিয়ে $38 ডলার কিভাবে ইনকাম করা যাবে? আদৌ কি পাওয়া যাবে? তাছারা আমিতো কন্টেন্ট ক্রিয়েটর না। তাহকে কিভাবে আমি এই $38 ডলার ইনকাম করবো? এই সকল প্রশ্নের উত্তর এক কথায় দিচ্ছি। হ্যা আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হয়েও মাত্র ১টি ভিডিও বানিয়ে $38 ডলার ইনকাম করতে পারবেন। আপনার বানানো ভিডিওটি আপলোড করলেই পাবেন $38 ডলার। চলুন বিস্তারিত দেখা যাক কিভাবে সহজ উপায়ে আপনি ফ্রিতে $38 ডলার ইনকাম করবেন।
Gologin নামের একটা ওয়েবসাইট রয়েছে এই সাইট নিয়ে মাত্র ৩ মিনিটের একটা ভিডিও বানাবেন। ভিডিওর টপিক কি হবে আপনি কি কি উপস্থাপন করবেন কোথায় সেটা নিয়ে বিস্তারিত আর্টিকেলের শেষে আলোচনা করবো। প্রথমে যেনে যেয়া যাক Gologin কি? Gologin হচ্ছে এমন একটি সফটওয়্যার যা দিয়ে একটি ডিভাইসে কোন একাধিক একাউন্ট ব্যবহার করা যাবে। বিভিন্ন প্রয়োজনে আমরা একাধিক সোস্যাল একাউন্ট একই ডিভাইসে ব্যবহার করে থাকি। তবে সমস্যা হলো একই ডিভাসে একাধিক একাউন্ট থাকার কারনে যেকোন সময় আমাদের একাউন্টগুলু ব্লক বা ব্যান্ড করে দেয়া হয়। আসলে এটা হচ্ছে সেসব সাইটের প্রিভেসির কারনে। তবে Gologin ব্যবহার করে আপনি একই ডিভাইসে ও একই ইন্টারনেট কানেকশনে একাধিক একাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনার কোন আইডি বা একাউন্ট ব্লক হওয়ার কোন সম্ভাবনা নেই। এতো গেলো Gologin সম্পর্কে।
Gologin থেকে কিভাবে $38 পাবেন?
Gologin তাদের সাইটের প্রচার ও প্রসারের জন্য কন্টেন্ট ক্রিয়েটর ভ্লগারদের সাথে অন সাইট কোলাবোরেশন করে। অর্থাৎ আপনি তাদের সাইট নিয়ে ভিডিও তৈরি করবেন তার বিনিময়ে তারা আপনাকে $38 পেমেন্ট করবেন। এখন এই $38 ডলার কিভাবে পাবেন সেটা সম্পর্কে বিস্তারিত বলা যাক। আপনি Gologin নিয়ে সর্বনিন্ম ৩ মিনিটের একটি ভিডিও তৈরি করবেন সে ভিডিও আপনার Youtube Channel, Facebook page/Profile, Tiktok account, Instagram account এ আপলোড করবেন। প্রত্যকে ভিডিওর জন্য আপনাকে $7 ডলার করে পেমেন্ট করা হবে। ৪টা প্ল্যাটফর্মে একই ভিডিও আপলোড করলে আপনাকে $28 ডলার দেয়া হবে। তাহলে বাকি $10 ডলার?
এই $28 ডলারতো পেলেন। তাহলে বাকি $10 ডলার কিভাবে পাবেন। আপনার আপলোড করা ভিডিওর গুলুর মধ্যে যে ভিডিওতে আপনি ১ হাজার ভিউস আসবে প্রতি হাজার ভিউসের জন্য $10 ডলার পাবেন। যদি ৫ হাজার ভিউস আসে তাহলে $50 ডলার পাবেন। যত ভিউস তত ইনকাম। এখন আসুন বলা যাক আপনি কিভাবে বা ভিডিওতে কি কি টপিক নিয়ে আলোচনা করতে হবে?
ভিডিওতে আপনাকে আলোচনা করতে হবে Gologin কি, কিভাবে কাজ করে, একাধিক একাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কি কি সুবিধা পাবে। মূলত এই কয়েকটা বিষয় নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনার ভিডিও তৈরি করা হয়ে গেলে আপনার ৪টি সোস্যাল প্লাটফর্মে আপলোড করবেন। চিন্তা করবেন না। আপনার সকল প্লাটফর্মে শূন্য ফলোয়ার থাকলেও কোন সমস্যা নেই। তাদের দরকার ভিডিও আপলোড। ভিডিও আপলোড করার পর Gologin এডমিনের কাছে আপনার ভিডিওর URL সাবমিট করতে হবে। বিস্তারিত জানতে ভিসিট করু তাদের রেফারেল প্রোগ্রাম পেইজে।
একটি মন্তব্য পোস্ট করুন