বর্তমানে টেলিগ্রাম বট মাইনিং করে ইনকাম অনেক জনপ্রিয়। বাংলাদেশ সহ বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষ টেলিগ্রাম বট মাইনিঞ্চ করে টাকা ইনকাম করছে। যার পরিমান শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এমনও মাইনার আছে যারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আর এই কাজটা হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে করা যায়। টেলিগতাম বট মাইনিং করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে হয় না। আজ জনপ্রিয় কিছু টেলিগ্রাম মাইনিং বট শেয়ার করবো। যার কিছু চলতি মাসে ও কিছু পরবর্তীতে মাসে লিষ্টিং হবে।
পূর্ববর্তী Airdrop যদি মিস করে থাকেন তাহলে এবার এসব Airdrop এ দ্রুত জয়েন করে ফেলুন। এসব Airdrop Token বিভিন্ন জনপ্রিয় Crypto Exchanger Wallet এ লিষ্টিং হয়ে থাকে। যেমন গত মাসের ২৬ তারিখ Hamster Kombate বাইনান্সে লিষ্টিং হয়েছে। লক্ষ লক্ষ মানুষ Hamster Kombate থেকে কোটি ডলারের বেশি ইনকাম করেছে। নিচে এমন কিছু টেলিগ্রাম মাইনিং বট দেয়া হয়েছে। এসব মাইনিং বট থেকে কিছু চলতি মাসে লিষ্টিং হবে কিছু পরবর্তী মাসে।
এই বট গুলুর কাজ হচ্ছে দৈনিক একবার করে ঢুকে কয়েন বা টোকেন ক্লেইম করতে হবে। কিছু বট থেকে ৮ ঘন্টা পর পর টোকেন ক্লেইম করতে হয়। কিছু বট থেকে ২৪ ঘন্টা পর পর। একসাথে কেউ যদি ১০-১২ টা বটেও কাজ করে তাহলে দৈনক ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সব গুলু বটে কাজ করা হয়ে যাবে। কোন ভাবেই ডেইলি ক্লেইম মিস করবেন না।
বট মাইনিং এর আরও কিছু বোনাস আছে। আপনি যদি আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে কাওকে জয়েন করাতে পারেন তাহলে ৩-৪ গুন মাইনিং স্পিড বাড়ানো ও বোনাস টোকেন ক্লেইম করা যায়। অনেকে মাইক্রোজব সাইট থেকে অল্প টাকার বিনিময়ে রেফার কিনছেন। আপনিও চাইলে এসব মাইক্রোজব সাইট থেকে রেফার কিতে পারেন। এতে মাইনিং স্পিড যেমন বাড়বে তেমন বোনাস টোকেন পাওয়া যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন