মোবাইল চলবে রকেটের গতিতে
নতুন মোবাইল নিয়ে বিপাকে আছেন? কিছু আগে কেনার পরেই মোবাইল স্লো হয়ে যাচ্ছে? তাহলে এই সেটিংস এখনই করে নিন। মোবাইল চলবে রকেটের গতিতে। আর কোন দিন স্লো হবে না। আমাদের মোবাইল কতটা ফাস্ট কাজ করবে তা কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রসেসর, রোম, র্যাম এই ৩টি ভাল কনফিগারেশন ভাল হলে মোবাইল দ্রুত কাজ করে। আমরা মোবাইল যত অ্যাপ ইনষ্টল করে সব স্টোর হয়ে র্যামে। তার মানে র্যাম যত বেশি হবে তত বেশি অ্যাপ ইনষ্টল করা যাবে।
সেই ভাবনা থেকে আমরা মোবাইল অনেক অ্যাপ ইনষ্টল করি। আবার প্রয়োজন শেষে ডিলিট করে দেই। তবে ডিলিট করলে কিন্তু মোবাইলের স্টোরেজে এসব অ্যাপ থেকে যায় ও ব্যাকগ্রাউন্ডে স্টরেজ দখল করে রাখে। ফলাফল মোবাইল স্লো কাজ করে, ইন্টারনেট স্পিড স্লো হয় যায়। এই সমস্যা থেকে পরিতরান পেতে ব্যাকগ্রাউন্ড থেকেও এসব অ্যাপ ডিলিট করে দিতে হবে। শিখে নিন অ্যাপ ডিলিট করার পর ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে অ্যাপ ও অ্যাপ ডাটা ডিলিট করবেন।
প্রথমে আপনার মোবাইলের প্লে-স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। প্রোফাইল আইকনে টাচ করতে হবে। "Manage apps and devices" অপশন সিলেক্ট করতে হবে। " Manage" এ টাচ করতে হবে। "This Device এ টাচ করে " Not Installed" অপশনে টাচ করতে হবে। এখন যে অ্যাপ গুলু আসবে এই অ্যাপ মোবাইলে ইনষ্টল না থাকা সত্যেও মোবাইলেএ র্যাম দখল করে আছে। সব অ্যাপ সিলেক্ট করে দিতে হবে। এখন মোবাইলের স্পিড কয়েক গুন বেড়ে যাবে।।
1/6
একটি মন্তব্য পোস্ট করুন