Sproutgigs কিভাবে কাজ করবো | Sproutgigs How to Work




বিশ্বে সেরা ট্রাস্টের ও সেরা মাইক্রোজব সাইটগুলুর মধ্যে Sproutgigs সবচেয়ে জনপ্রিয় মাইক্রোজিব সাইট। বিশ্বের লক্ষ লক্ষ মাইক্রো-ফ্রিলান্সার sproutgigs থেকে দৈনিক $8-$10 ইনকাম করছে। "কথায় না বড় হয়ে কাজে বড় হও"। সহজ বাক্যটি অর্থবহ যদি নিচে দেয়া স্ক্রিনশট যাচাই করে। কে কত লাখ টাকা ইনকাম করছে তার একটা ধারনা আপনি পাবেন।





কারও ইনকাম ৮ লক্ষ কারও ৭ লক্ষ টাকা, কেউ বা ৫ লক্ষ কেউ বা ৩ থেকে ২ লাখ। হাজারের কথা নাই বা ব্যাখ্যা করলাম। কথা হচ্ছে এরা যদি পারে রবে আপনি কেনো পারবেন না। অযথা সময় নষ্ট ন করে আপনিও যদি কাজ করতে করতে পারেন লক্ষ না হলে মাসে অন্তত ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। একটা সময় কাজ বুঝে গেলে মাসে কমপক্ষে ২৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব। তাও হাতে থাকা স্মার্টফোন দিয়ে।



Sproutgigs এ কি ধরনের কাজ রয়েছে?

Sproutgigs যেহেতু একটি মাইক্রোজব সাইট তাই এখানে ছোট ছোট পেমেন্টের কাজ রয়েছে। যেমন ওয়েবসাইট ভিসিট, সাইন আপ, অ্যাপ ডাউনলোড, ভিডিও দেখা, ফেসবুক ফলো-লাই-কমেন্ট-শেয়ার, টুইটার, ইন্সট্রাগ্রাম, টেলিগ্রাম সহ সোস্যাল মিডিয়া প্রমোটের কাজ। এসব কাজের বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন।


Sproutgigs থেকে কিভাবে উইথড্র দিয়ে হয়?

যেহেতু এটি ইন্টারন্যাশনাল মাইক্রোজব সাইট তাই বিশ্বের যেকোন দেশ থেকে কাজ করে উইথড্র নেয়ার জন্য  বেশ কয়েকটি ক্রিপ্টো উইথড্র পদ্ধতি যুক্ত রয়েছে। সবচেয়ে বেশি উইথড্র হয় Ltc (litecoin) এর মাধ্যমে। মাত্র $5 ডলার হলেই sproutgigs থেকে উইথড্র করা যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন