মাইক্রোজব করে অর্থ উপার্জন করতে চান? এখন আপনি বিনামূল্যে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন যদি আপনার হাতে শুধুমাত্র একটি মোবাইল ফোন থাকে। প্রথমত, আপনাকে জানতে হবে যে মাইক্রোজব করে অর্থ উপার্জন করতে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনার যা দরকার তা হল ইচ্ছাশক্তি এবং প্রচেষ্টা। ধৈর্য ধরে কাজ করতে হবে। শুরুতে আপনার আয় একটু কম হলেও, আপনি যদি কাজ করার সময় আপনার দক্ষতা বাড়ান, তাহলে আপনি প্রতিদিন $5-$10 আয় করতে পারবেন। এর সত্যতা কোথায় পাবেন? বিভিন্ন মাইক্রোজব সাইটে যারা কাজ করেন এবং অর্থ উপার্জন করেন তাদের একটি আপডেট তালিকা রয়েছে। নীচে আমি একটি স্ক্রিনশট যুক্ত করেছি যারা স্প্রাউটগিগস থেকে কত আয় করছে। এই স্ক্রিনশটটি মাইক্রোজব করে লাখ লাখ টাকা আয়ের প্রমাণ।
আজ আমি আপনাদের সাথে Seosprint microjob সাইট শেয়ার করব। আপনি Seosprint থেকে প্রতিদিন $5 উপার্জন করতে পারেন। চলুন Seosprint বিস্তারিত আলোচনা করা যাক. যেহেতু আপনি Seosprint থেকে অনলাইন আয় করতে এই পোস্টে ক্লিক করেছেন, তাই প্রথমে Seosprint-এ একটি অ্যাকাউন্ট খুলুন। একাউন্ট ওপেন হয়ে গেলে সাইট সম্পর্কে বিস্তারিত জানাব। একাউন্ট খুলতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আমি নিশ্চিত আপনি একটি অ্যাকাউন্ট খুলেছেন। এখন আসুন Seosprint থেকে অর্থ উপার্জন করার উপায় বা কার্যকলাপগুলি দেখে নেওয়া যাক। Seosprint থেকে অর্থ উপার্জনের উপায়গুলি দেখুন।
- Registration only
- Registration with activity
- Activity only
- Bonuses
- YouTube
- VKontakte
- TikTok
- Other social networks
- Telegram
- Telegram - [bots]
- Telegram - [subscriptions]
- Review/vote
- Posting
- Copyright, rewrite
- Captcha
- Transfer of points, credits
- Marketplaces
- Finance
- Games
- Mobile Apps
- Downloading files
- Choose a referrer on SEOSPRINT
Seosprint সহ যেকোন মাইক্রোজব সাইটে কাজ করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম অনুসরন করতে হবে। যেমন, মাইক্রোজব করার জন্য আপনাকে নতুন কিছু একাউন্ট খুলতে হবে। যেমন, ফেসবুক, ইন্সট্রাগ্রাম, টুইটার, টেলিগ্রাম। এখন নতুন একাউন্ট খোলার কথা কেনো বলা হলো? কারন হচ্ছে আপনি নিশ্চই চাইবেন না আপনার ব্যাক্তিগত একাউন্ট দিয়ে জব আইডি ফলো করা, কমেন্ট বা লাইক শেয়ার করা। এতে আপনার ব্যাক্তিগত আইডির সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে কাজ করতে হয় তার উপর বিস্তারিত ভিডিও আসবে।
কিভাবে উইথড্র করবেন?
বাংলাদেশি সাইটে কাজ করলে আমরা সরাসরি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক একাউন্টে পেমেন্ট রিসিভ করতে পারি। তবে ইন্টারনেশনাল সাইট কাজ করে পেমেন্ট নিতে হলে আপনাকে ক্রিপ্টো একাউন্ট খুলে নিতে হবে। ক্রিপ্টো থেকে কিন্তু সরাসরি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক একাউন্টে পেমেন্ট রিসিভ করা যায়।
উপরে আপনি দেখতে পাচ্ছেন মাত্র ১০ টাকা থেকে শুরু করে ২ ডলার বা ১০ ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন। অর্থাৎ মিনিমান উইথড্র লিমিট খুবই কম। মাত্র কয়েকটা জব সম্পন্ন করে আপনি করেক ঘন্ট্য পেমেন্ট নিতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন